ময়মনসিংহ রেলওয়ে পুলিশকে নটরডেম কলেজ ছাত্রদের শুভেচ্ছা
ময়মনসিংহ জংশন রেলওয়ে থানার সার্কেল অফিসার মো. মনজের আলী ও অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলমসহ রেলওয়ে থানার সকল পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ময়মনসিংহ নটরডেম কলেজের শিক্ষার্থীরা।
সোমবার সকালে তাদেরকে রজনিগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এ সময় সাবেক রেল কর্মকর্তা আব্দুল গফুর ও স্টেশন এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এর আগে রেলওয়ে জিআরপি থানার সার্কেল মো. মনজের আলী স্টেশন পরিদর্শন করেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে আন্ত:নগর ট্রেন চালু করা উপলক্ষে তিনি স্টেশন পরিদর্শনে আসেন।
রেলওয়ে সূত্রে জানা যায় দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে সারাদেশে আন্ত:নগর ট্রেন স্বাভাবিক নিয়মে চলাচল শুরু করবে।
(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)