উপাচার্য নিয়োগে দুই দিনের আলটিমেটাম চবি শিক্ষার্থীদের
উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা উপাচার্য নিয়োগে অন্তর্বর্তী সরকারকে দুই দিনের সময় বেঁধে দেন।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে 'ভিসি ভিসি ভিসি চাই, নিরপেক্ষ ভিসি চাই,' 'দলকানা ভিসি না, আর না আর না,' 'দাবি মোদের একটাই, নিরপেক্ষ ভিসি চাই,' 'যদি চাই শক্ত চবি, নিরপেক্ষ ভিসি দাবি' ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন অচলাবস্থা চলছে। এ অবস্থা নিরসন করে দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম চালু করতে হবে।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ (ইউজিসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, আগামী দুই কর্মদিবসের মধ্যে যোগ্য, মেরুদণ্ডসম্পন্ন এবং বিশ্বমানের পাঠ পরিকল্পনার সঙ্গে যুক্ত এমন একজন ব্যক্তিকে চবির উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে।’
যোগ্য ভিসি নিয়োগের পাশাপাশি আগামী দিনগুলোতে শিক্ষার গুণগত মান ও পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান শিক্ষার্থীরা।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে গত ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেন। প্রায় এক মাস ধরে উপাচার্য ছাড়াই চলছে বিশ্ববিদ্যালয়টি।
(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/মোআ