সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১

অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেবে দেশটি।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে রবিবার সকাল ১১টার দিকে এই অর্থ দেওয়ার কথা জানান ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলো। এ বৈঠকের অংশ হতে পেরে তার ভালো লাগার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি।

অঞ্জলি কৌর বলেন, ‘আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছি। এর আওতায় বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলেন, ‘এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য। এটি বাংলাদেশের জনগণের অন্তর্ভূক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে। এর মানে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি করা।’

‘আমরা স্বাস্থ্য, শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি। তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যেন দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকেও নজর দিচ্ছি। বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার।’

অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়ে অঞ্জলি কৌর বলেন, ‘তাদের সঙ্গে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে আরও কাজ করার প্রত্যাশা করছি।’

এর আগে সকাল সাড়ে ৯টায় সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছায়। বৈঠকে মার্কিন প্রতি‌নি‌ধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বৈঠকে উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট একটি এগ্রিমেন্টের অনুদান সংশোধনী চুক্তি সই করে। এটি ২০২৩ অর্থ বছরের জন্য নতুন চুক্তি। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নতুন অর্থায়ন। এছাড়া বৈঠকে অর্থ উপদেষ্টার সঙ্গে পাচার হওয়া টাকা, কর সংস্কারসহ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পতিত ফ্যাসিবাদ অনলাইনে শক্তি দেখাচ্ছে: উপদেষ্টা নাহিদ

পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: আইজিপি

দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার যে আশঙ্কা ছিল, তা বাস্তবে নেই: আইজিপি

ঢাকাসহ সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি আপাতত বাতিল হচ্ছে না

আনসারের পূজা নিরাপত্তা: ২৮ অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১৬ জনকে পুলিশে সোপর্দ

শান্তিতে নোবেল জয়ী জাপানি সংগঠনকে ড. ইউনূসের অভিনন্দন

ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ 

আইনশৃঙ্খলায় তৎপর পুলিশ, দুর্গাপূজা উদযাপন হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে: আইজিপি

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছাড়াল ২০০

এই বিভাগের সব খবর

শিরোনাম :