সোনামসজিদে আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কেন

জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১২
অ- অ+

পানামা পোর্ট লিংক লিমিটেডের বিরুদ্ধে অতিরিক্ত অর্থসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রোববার অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন আমদানি-রপ্তানীকারকরা।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি জানান, সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেড ভারত থেকে আমদানিকৃত পাথরের ট্রাকসহ অন্যান্য পণ্যে অযৌক্তিক হারে চাঁদাবাজি করছে। তাদের বিভিন্ন অনিয়মের কারণে আমদানি-রপ্তানিকারকরা লোকসানের শিকার হচ্ছেন। তাই অন্য বন্দর দিয়ে তারােআমদানি-রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তের সঙ্গে ভারতের ব্যবসায়ীরাও একাত্মতা ঘোষণা করেন জানিয়ে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি বলেন, ফলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

আমদানি-রপ্তানিকারক নূর আলম জানান, ভারত থেকে কাঁচামালসহ অন্যান্য পণ্য এ বন্দরে নিয়ে এলে পানামা পোর্ট লিংক অতিরিক্ত টাকা আদায় করে। শুধু পানামার অনিয়মের কারণে এই বন্দর বয়কট করছেন তারা।

বিভিন্ন সময়ে পানামায় লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ- এমন অভিযোগ করে নূর আলম বলেন, পানামার কারণে এ বন্দর ক্ষতির মুখে পড়ছে। এ বন্দর দিয়ে লোকসান হওয়ায় অন্য বন্দর দিয়ে আমরা পণ্য আনছি।

পানামার অনিয়মের কারণে ভারতীয় ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে কোনো পণ্য দিতে চাচ্ছেন না বলে জানান আমদানি-রপ্তানিকারক আলমগীর জুয়েল। বলেন, তারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। যত দিন পানামা পোর্ট লিংকের অনিয়মের সুরাহা না হবে, তত দিন এই বন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। তাই দ্রুত সমাধান না হলে এ বন্দর রাজস্ব ক্ষতির মুখে পড়বে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম দাবি করেন তাদের কার্যক্রমে কোনো অনিয়ম নেই। তবু আমদানি-রপ্তানিকারকরা পণ্য আনা বন্ধ রেখেছেন। তবে তারা চাইলেই আমদানি-রপ্তানি করতে পারবেন বলে জানান তিনি।

আর সোনামসজিদ শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার নুর উদ্দীন মিলন জানান, এই স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলে সরকার প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাবে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা