ডিসেম্বরের মধ্যে ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশকে বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এডিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। বৈঠকে এডিবির সিনিয়র অ্যাডভাইজর এডিমন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন।
ড. সালেহউদ্দিন বলেন, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সহায়তার অংশ হিসেবে বেশ কয়েকটি ধাপে বাংলাদেশকে বাজেটে অর্থ সহায়তা দেবে এডিবি। এর অংশ হিসেবে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে সংস্থাটি।
অর্থ উপদেষ্টা আরও বলেন, এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। আজকের বৈঠকে আমরা ক্লাইমেট ফান্ড এবং অন্যান্য জলবায়ু প্রকল্পগুলো নিয়ে আলাপ করেছি। এছাড়া ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলাপ হয়েছে।
জানা গেছে, ব্যাংকিং সেক্টর সংস্কারের জন্য দেড় বিলিয়ন বা ১৫০ কোটি ডলার দেবে এডিবি। এর প্রথম অংশ ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার আসবে আগামী বছর মার্চ মাসে।
এছাড়া জ্বালানি খাতের উন্নয়নে এডিবির কাছে এক বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমআর)

মন্তব্য করুন