মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার মামলায় মেনন ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

মামলা থেকে জানা যায়, ২০১৮ সালে সেগুনবাগিচা এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণাকালে প্রার্থী মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ওই ঘটনায় গত ৪ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন ইমাম হোসেন ইমন নামে এক ব্যক্তি।

এর আগে দুই দফায় মেননের ১১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৭ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/আরজেড/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা