জাজিরায় সম্পত্তির জন্য বাবাকে খুন করল ছেলে 

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৫
অ- অ+

সম্পত্তি লিখে না দেওয়ায় শরীয়তপুরের জাজিরায় ছেলের হাতে খুন হতে হলো বৃদ্ধ বাবাকে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজির হাট, ডুবিসায়বর বন্দরে এ ঘটনা ঘটে।

নিহতের জামাতা ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি লিখে না দেওয়ার কারণে ছেলে ফারুক মোল্লা (৪২) বাড়িতে এসে মা-বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে বাবা হানিফ মোল্লাকে (৮০) আঘাত করে। এ সময় তার মা গোলাপ জান বিবি (৬০) ও ছোট বোন মিলে হানিফ মোল্লাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। পরে তাদের চিৎকার চেঁচামেচি শুনে আশ পাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেলে আনার পর কর্তব্যরত চিকিৎসক হানিফ মোল্লাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি)।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা