জাজিরায় সম্পত্তির জন্য বাবাকে খুন করল ছেলে
সম্পত্তি লিখে না দেওয়ায় শরীয়তপুরের জাজিরায় ছেলের হাতে খুন হতে হলো বৃদ্ধ বাবাকে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাজির হাট, ডুবিসায়বর বন্দরে এ ঘটনা ঘটে।
নিহতের জামাতা ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি লিখে না দেওয়ার কারণে ছেলে ফারুক মোল্লা (৪২) বাড়িতে এসে মা-বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে বাবা হানিফ মোল্লাকে (৮০) আঘাত করে। এ সময় তার মা গোলাপ জান বিবি (৬০) ও ছোট বোন মিলে হানিফ মোল্লাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। পরে তাদের চিৎকার চেঁচামেচি শুনে আশ পাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেলে আনার পর কর্তব্যরত চিকিৎসক হানিফ মোল্লাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)