তিতাসে যৌথবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্রসহ যুবক আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৮
অ- অ+

কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সাতানী ইউনিয়নের দ্বিতীয় সরস্বতী চরের বড় বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ লোহার টর্চ লাইট ও গ্যাসের পাইপ উদ্ধার করা হয়।

সে ওই গ্রামের মৃত বারেক মেম্বারের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সদস্য।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দ্বিতীয় সরস্বতী চরের মৃত বারেক মেম্বারের ছেলে আখলাকের বাড়িতে সেনাবাহিনীর মেজর মাহমুদ ও অফিসার ইনচার্জ (ও.সি) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে উপজেলার দ্বিতীয় সরস্বতী চরের মৃত বারেক মেম্বারের বাড়িতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে তিতাস থানায় দায়ের করা ডাকাতি ও মাদক মামলায় অভিযুক্তসহ একাধিক মামলার আসামি মিনি সন্ত্রাসী নামে পরিচিত ডাকাত আখলাখের বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম ঢাকা টাইমসকে জানান, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণহত্যার চিত্রপ্রদর্শনী পালন করবে ‘প্যাট্রয়টস অব বাংলাদেশ’
‎সংবাদ প্রকাশের পর মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার ফালান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
বাংলাদেশকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা