সুনামগঞ্জে ভারতীয় মদসহ আটক ১

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় ১১০ বোতল ভারতীয় মদসহ শাওন দান (২১) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলায় তার নিজ বাড়ি থেকে মাদকসহ আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ।
আটককৃত শাওন দাসের বাড়ি বিশ্বম্ভরপুর থানায় গোবিন্দনগর গ্রামে।
তিনি জানান, রবিবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় গোবিন্দনগর গ্রামে শাওন দাসের বাড়িতে রেড দিয়ে ১১০ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের একটি দল।
আটককৃত আসামির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।(ঢাকা টাইমস/০৬অক্টোবর/এসএ)

মন্তব্য করুন