কুচক্রী মহল কোনোভাবেই আমাদের সাথে পারবে না: র‍্যাব ডিজি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১৮:৩৯
অ- অ+

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, ‘এখন পর্যন্ত পূজায় বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া সবই শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমরা আশা করি শান্তিপূর্ণভাবেই এই পূজা পার করবো। যারা কুচক্রী মহল আছে তারা কোনোভাবেই আমাদের সাথে পারবে না। তাদের হীন প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ভালো মানুষদেরই বিজয় হবে।’

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের দেশে হাজার বছর ধরে সব সম্প্রদায়ের মানুষ সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলো সবাই মিলে করে আসছি। আমাদের একটি অসাম্প্রদায়িক ঐতিহাসিক চরিত্র রয়েছে। আমরা যেন একইভাবে ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারি সেই প্রত্যাশাই করি।‘

তিনি আরও বলেন, ‘এবারের পূজা উপলক্ষে আমাদের র‍্যাবসহ সকল বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীও মাঠে আছে। আমরা সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি উৎসবমুখর করতে ও কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে কাজ করে যাবো।’

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা