নতুন ৪ এসএমই পণ্যসেবা চালু করলো এনসিসি ব্যাংক

দেশের অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব ও অবদান বিবেচনা করে এবং সিএমএসএমই উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে আকর্ষণীয় সুদ হারে ‘এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন, এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন, এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং এনসিসি এসএমই বিজনেস একাউন্ট’ নামে নতুন ৪টি পণ্যসেবা চালু করেছে এনসিসি ব্যাংক।
ঢাকার এনসিসি ব্যাংক ভবনে সম্প্রতি এসএমই রিলেশনশীপ ম্যানেজারদের এক সম্মেলনে এ পণ্যসেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, এসএমই উদ্যোক্তাদের আবাসিক/বাণিজ্যিক ভবন ক্রয়, নির্মাণ ও সংস্কারের জন্য ২০ লাখ টাকা থেকে ১০ কোটি টাকার ঋণসীমায় ‘এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন’, যানবাহন ক্রয়ের জন্য ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকার ঋণসীমায় ‘এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন’, এসএমই ডিলার/এজেন্ট/ডিস্ট্রিবিউটরদের জন্য ১ লাখ টাকা থেকে ৫ কোটি টাকার ঋণসীমায় ‘এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স’ এবং কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নূন্যতম ২৫ হাজার টাকা স্থিতি সংরক্ষণে আকর্ষণীয় সুদ প্রাপ্তির চলতি হিসাব ‘এনসিসি এসএমই বিজনেস একাউন্ট’ নামে ৪টি নতুন এসএমই পণ্যসেবা চালু করা হয়েছে। এসএমই উদ্যোক্তাসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পণ্যসেবাগুলো বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। (ঢাকা টাইমস/১২অক্টোবর/এসএ)

মন্তব্য করুন