উয়েফা নেশন্স লিগ: নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ আটে জার্মানি, জয় পেয়েছে ফ্রান্স-ইতালিও

উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত তিনটি ম্যাচ উপভোগ করলো ফুটবলপ্রেমীরা। যেখানে ছিল জার্মানি-ইতালি-ফ্রান্সের মতো দলের খেলা। গতকাল সোমবার (১৪ অক্টোবর) হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল জার্মানি ও নেদারল্যান্ডস। আলিয়াঞ্জ এরিনায় সেই ম্যাচে ডাচদের ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে জার্মানি।
রাতে আরেক হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এই হারে নেশন্স লিগের কোয়ার্টারে যাওয়ার আশা অনেকটা ফিকে হয়ে গেছে বেলজিয়ামের জন্য। অন্যদিকে ঘরের মাঠে ইসরায়েলকে ইতালি ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইতালি।
জার্মানি ১-০ নেদারল্যান্ডস
ম্যাচটা হাইভোল্টেজ হলেও মাঠে তার আঁচ পাওয়া যায়নি। ঘরের মাঠে খেলা হওয়ায় পুরো ম্যাচে আধিপত্য ছিল জার্মানির। তবুও প্রথমার্ধে গোল করতে পারেনি জার্মানি। ম্যাচের ৬৪তম মিনিটে গোল করে দলকে উল্লাসে মাতান জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামা উইঙ্গার জেমি লেভেলিং। তার গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়।
জার্মানির অনূধ্ব-২১ দলে ১১ ম্যাচ খেলে করেছেন মাত্র ১ গোল। অথচ জাতীয় দলে অভিষেক ম্যাচেই গোল পেয়ে গেলেন জেমি লেভেলিং।
চার ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা। ৫ পয়েন্ট নিয়ে পরের স্থানে নেদারল্যান্ডস। এই গ্রুপে দিনের আরেক ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি।
বেলজিয়াম ১-২ ফ্রান্স
এদিকে বেলজিয়াম ও ফ্রান্সের ম্যাচটা জমজমাট হয়েছে। পুরো ম্যাচে চলেছে আক্রমণ-পাল্টা আক্রমণ। ম্যাচের ২৩তম মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিক বেলজিয়াম। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি টিলেমানস। বল উপর দিয়ে মেরে দেন তিনি। ৩৫তম মিনিটে পেনাল্টি গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কোলো মুয়ানি। তবে প্রথমার্ধেই ম্যাচে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাস্টেনের ক্রস থেকে হেড করে গোল করেন ওপেন্দা।
দ্বিতীয়ার্ধে আবারও চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। ৬২তম মিনিটে আবারও এগিয়ে যায় ফ্রান্স। দিগনের ক্রস থেকে হেড করে নিজের দ্বিতীয় গোল করেন মুয়ানি। এই বছরে জাতীয় দলের হয়ে তার ষষ্ঠ গোল এটি। বাকি সময়ে বেলজিয়াম চাপ বাড়ালেও সমতা ফেরানো গোলের দেখা পায়নি। ১৯৮১ সালের সেপ্টেম্বরের পর থেকে ফ্রান্সের বিপক্ষে প্রতিযোগিতামূলক ফুটবলে তারা জয়ের দেখা পায়নি।
ইতালি ৪-১ ইসরায়েল
নেশন্স লিগে দারুণ ছন্দে আছে ইতালি। এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি স্পালেত্তির দল। সোমবার রাতে ঘরের মাঠে ইসরায়েলকে উড়িয়ে দেন তারা। ম্যাচের ৪১তম মিনিটে মাতেও রেতেগুই'র গোলে এগিয়ে যায় ইতালি। ম্যাচের ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি ডি লরেঞ্জো। এরপর অবশ্য এক গোল শোধ দেয় ইসরায়েল। ৬৬ মিনিটে ফানি ইসরায়েলের গোলে করেন।
তবে ৭৩ মিনিটে আবারও গোল পায় ইতালি। এবারের গোলস্কোরার ডেভিড ফ্রাটেসি। আর ৭৯তম মিনিটে ইসরায়েলের কফিনে শেষ পেরেকটি ঢোকান ডি লরেঞ্জো। ম্যাচে যা তার দ্বিতীয় গোল। এই জয়ে 'এ' লিগের গ্রুপ-২এর শীর্ষেই থাকল ইতালি। টেবিলের দুইয়ে ফ্রান্স।
(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন