কোনাবাড়ীর আ. লীগ নেতা আব্দুর রহমান ও আনিছুর গ্রেপ্তার, পালাচ্ছিলেন কক্সবাজার
গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার এবং সহ-সভাপতি আনিছুর রহমান মাস্টারকে গ্রেপ্তার করেছে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটনা ঘটে। এতে অনেক ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। প্রকাশ্যে ছাত্রদের ওপর নির্মমভাবে গুলি করার ভিডিও এবং এজাহারের কপি পর্যালোচনার মাধ্যমে আসামিদের শনাক্তে কাজ করছে র্যাব। র্যাব-১ এর একটি দল ছাত্র আন্দোলনে হৃদয় হত্যায় জড়িত কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করে।
এছাড়া কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান কক্সবাজার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১ এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান।(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এসএস)