কোনাবাড়ীর আ. লীগ নেতা আব্দুর রহমান ও আনিছুর গ্রেপ্তার, পালাচ্ছিলেন কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, ১৩:৪৮| আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৫:৪০
অ- অ+

গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান মাস্টার এবং সহ-সভাপতি আনিছুর রহমান মাস্টারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার উত্তরা পূর্ব থানা এলাকা থেকে আব্দুর রহমান এবং আনিছুর রহমান কক্সবাজার পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন।

র‌্যাব জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটনা ঘটে। এতে অনেক ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। প্রকাশ্যে ছাত্রদের ওপর নির্মমভাবে গুলি করার ভিডিও এবং এজাহারের কপি পর্যালোচনার মাধ্যমে আসামিদের শনাক্তে কাজ করছে র‌্যাব। র‌্যাব-১ এর একটি দল ছাত্র আন্দোলনে হৃদয় হত্যায় জড়িত কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করে।

এছাড়া কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান কক্সবাজার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১ এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব লক্ষণে বুঝবেন প্রস্টেট ক্যানসারে আক্রান্ত, বাঁচার উপায়
ঢাকাসহ দেশের ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে, নদীবন্দরে সতর্কতা
ভেষজ ডেউয়া ফল মানসিক চাপ ও সানস্ট্রোক রোধ করে
গাজায় এক দিনে ইসরায়েলি হামলায় ৬৭ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা