এসবিপ্রধান হলেন রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৪, ২০:৩১
অ- অ+

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন খোন্দকার রফিকুল ইসলাম। পুলিশের এই কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। একই দিন আরও পাঁচ ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করেছে সরকার।

নতুন এসবিপ্রধান খোন্দকার রফিকুল ইসলাম বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৮ আগস্ট তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।

মেধাবী, সৎ দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামঅদৃশ্য কারণে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল সংস্কারের ধারাবাহিকতায় রফিকুল ইসলামেরও মূল্যায়ন করেছে অন্তর্বর্তী সরকার।

গত ৩ সেপ্টেম্বর তিনি জিএমপি কমিশনার হিসেবে যোগ দেন। তার ৫১ দিনের মাথায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তাকে এসবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

রাজবাড়ীর কালুখালীর তফাদিয়া গ্রামের কৃতী সন্তান রফিকুল ইসলাম এর আগে র‌্যাব-৬ এর পরিচালক ও খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পান তিনি।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা রফিকুল ইসলাম ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এসএস/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা