হৃত্বিক আর দুই ছেলের সামনেই নয়া প্রেমিকের ঠোঁটে চুমু সুজানের!

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৪, ১১:৪০| আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১১:৪১
অ- অ+

বলিউডের প্রাক্তন দম্পতি হৃত্বিক রোশন ও সুজান খান। তাদের সংসারের মেয়াদ ছিল ১৪ বছর। ১০ বছর আগে আলাদা হন তারা। তবে বন্ধুত্ব বজায় রেখেছেন। প্রাক্তন স্ত্রী আর বর্তমান প্রেমিকাকে নিয়ে একসঙ্গে পার্টি করেন হৃত্বিক। এতটাই কুল তাদের সম্পর্ক।

শনিবার ছিল সুজান খানের ৪৯তম জন্মদিন। সেই পার্টিতে একফ্রেমে দেখা যায় সুজানের বর্তমান প্রেমিক আরসালান গোনি এবং প্রাক্তন স্বামী হৃত্বিক রোশনকে। প্রাক্তন স্ত্রীর প্রেমিকের সঙ্গেও দারুণ সখ্যতা বলিউড নায়কের। পরস্পরকে ‘ইয়ারা’ বলে সম্বোধন করেন তারা।

এদিন সুজানের জন্মদিনে দুই ছেলে রিহান ও রিদান, প্রাক্তন স্বামী হৃত্বিক, তার প্রেমিকা সাবা আজাদ এবং বয়ফ্রেন্ড আরসালানকে নিয়েই জন্মদিনের কেক কাটেন সুজান। পার্টিতে হাজির ছিলেন তার ভাই জায়েদ খান, দিদি ফারহা, জেঠুর ছেলে ফারদিন খানসহ বলিউডের বহু পরিচিত মুখ।

সোশ্যাল মিডিয়ায় সুজানের জন্মদিনের একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে কেক কেটেই আরসালানের ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা গেল সুজানকে। এই দৃশ্য দেখে পেছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন হৃত্বিক এবং দুই ছেলে রিহান ও রিদান!

ভালোবেসে ২০০০ সালে বিয়ে করেছিলেন হৃত্বিক-সুজান। প্রাক্তন এই দম্পতি ২০১৩ সালের ডিসেম্বরে বিচ্ছেদের ঘোষণা দেন এবং পরের বছরের নভেম্বর তাদের সেই বিচ্ছেদ চূড়ান্ত হয়।

ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসালান গনির প্রেমে পড়েন সুজান খান। হৃত্বিক তখনও সিঙ্গেল। এরপর তিনিও প্রেমে পড়েন গায়িকা সাবা আজাদের। এই দুই জুটি কবে বিয়ে করবেন, নাকি শুধু প্রেমিক-প্রেমিকা হয়েই থাকবেন, সেই প্রশ্ন সবারই।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা