ডিএমপির সাত যুগ্ম কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত অফিস আদেশে এ রদবদল করা হয়।
এতে বলা হয়েছে, ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস্) সানা শামীনুর রহমানকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে, লজিস্টিকস বিভাগের (ডিসি, যুগ্ম কমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ওসমান গনিকে একই বিভাগে, গুলশানের উপ-পুলিশ কমিশনার (ডিসি, যুগ্ম কমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজুল হককে গোয়েন্দা অ্যাডমিন অ্যান্ড দক্ষিণ বিভাগের যুগ্মকমিশনার, মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের যুগ্ম কমিশনার, মুহাম্মদ মাহাবুবুর রহমানকে যুগ্ম কমিশনার (ট্রেনিং), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের যুগ্ম কমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামানকে সদরদপ্তরে সংযুক্ত এবং প্রটেশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে অপারেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/এসএস/এমআর)

মন্তব্য করুন