বায়োটেকনোলজির মহাপরিচালকের নিয়োগের দাবিতে খুবিতে মানববন্ধন 

খুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১৭:৪১
অ- অ+

বায়োটেকনোলজি ক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবিতে এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক হিসেবে একজন বায়োটেকনোলজি গ্রাজুয়েট নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ আয়োজনে নেতৃত্ব দিয়েছে ‘বিএবিজি স্টুডেন্ট চ্যাপ্টার’ খুলনা বিশ্ববিদ্যালয়।

সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রাজশ্রী দাস সৃজা, রিচি হাসান, মিনহাজুল হক ফকির ও রুমন হাসান। তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুমন হাসান বলেন, ‘দেশে বায়োটেকনোলজি সেক্টরে উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আমরা পিছিয়ে পড়ব। তাই একজন বায়োটেকনোলজি গ্রাজুয়েটকে এনআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া একান্ত জরুরি।’

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের চেয়ারম্যান প্রফেসর ড. মোরসালিন বিল্লাহ, অধ্যাপক মো. রায়হান আলী ও অধ্যাপক কাজী মো. দিদারুল ইসলাম। ড. মো. মোরসালিন বিল্লাহ বলেন, ‘দেশের বায়োটেকনোলজি খাতের ভবিষ্যৎ নির্ভর করছে দক্ষ নেতৃত্বের ওপর। একজন বায়োটেক গ্রাজুয়েটকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিলে দেশের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়বে।’

(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা