ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ভারতের ২৪ খেলোয়াড় ও ৩ ক্লাব নিষিদ্ধ  

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১২:৫৩
অ- অ+

সময়টা ভালো যাচ্ছে না ভারত ক্রিকেট দলের। ঘরের মাঠে ১২ বছর পর টেস্ট সিরিজে হারের তিক্ত স্বাদ পায় ভারত। সিরিজ হারের পর ঘরের মাঠে টেস্টে ২৪ বছর পর হোয়াইটওয়াশ হয়েছে রোহিত শর্মার দল। এমন লজ্জার হারের ক্ষত শুকাতে না শুকাতে দিন দুয়েক আগে অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচ চলাকালীন বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে।

এবার ক্রিকেটের পর ভারতের ফুটবলে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। তবে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নয়, ম্যাচ ফিক্সিংয়ের বিতর্ক উঠেছে দেশটির মিজোরাম রাজ্যে।

মিজোরাম প্রিমিয়ার লিগ-২ এ ঘটেছে এই ফিক্সিংয়ের ঘটনা। যার কারণে নিষিদ্ধ হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতা ফেলিক্স লালরুয়াতসঙ্গ। এই ঘটনায় সব মিলিয়ে তিনটি ক্লাবের তিন কর্মকর্তা এবং ২৪ খেলোয়াড়কে নিষেধাজ্ঞা দিয়েছে মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন (এমএফএ)।

মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন (এমএফএ) জানায়, স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থার সহায়তায় তারা লিগে এই দুর্নীতির ঘটনাগুলো সম্পর্কে জানতে পেরেছে। তাদের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, 'কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে জড়িত এই কার্যকলাপগুলো আমাদের মূল্যবোধের গুরুতর লঙ্ঘন করেছে। এসব ঘটনা আমাদের খেলার মূল্যবোধকে আঘাত করেছে এবং মিজোরাম ফুটবলের সমর্থকদের অসম্মানিত করা হয়েছে। এই ঘটনার ফলস্বরূপ আমরা জড়িতদের কঠোর শাস্তি প্রদান করছি।'

এই ঘটনায় জড়িত ক্লাবগুলোকে যেকোনো প্রতিযোগিতায় অংশ নেয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। একই সঙ্গে জড়িত খেলোয়াড়দেরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এমএফএ উপযুক্ত বিবেচিত করলে অন্যান্য শাস্তির ব্যবস্থা করবে বলেও জানিয়েছে।

এমএফএ যে তিনটি ক্লাবকে শাস্তি দিয়েছে সেগুলি হলো- সিহফির ভেঙ্গলুন এফসি, রামহলুন অ্যাটলেটিকো এফসি এবং এফসি বেথলেহেম। তিনটি ক্লাবকেই তিন বছর করে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই তিনটি ক্লাবই স্টেটের শীর্ষ লিগের অংশ। এদের মধ্যে সিহফির শীর্ষ চারে থেকে লিগ শেষ করেছে।

এই ঘটনায় তিন ক্লাবের একজন করে কর্মকরতা পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। আর চানমারি এফসি এবং এফসি বেথেলহেমের দুজন খেলোয়াড়কে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি ১৪জন সিহফির খেলোয়াড় বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছেন।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা