আখাউড়ায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতাসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানার বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদেরকে বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- পৌরশহরের দেবগ্রামের শেখ সুহেল রানা (৪৭) ও উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি গ্রামের আওয়ামী লীগ নেতা ফজলুল হক (৫৫)।
স্থানীয় সূত্র জানায়, ছাত্রজীবনে শেখ সুহেল ছাত্রদলের সহ সভাপতি ছিলেন। বিএনপি ক্ষমতায় থাকায় দলের অনেক সুযোগ সুবিধা নেন তিনি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে এক আওয়ামী লীগের নেতার সাথে সখ্যতা গড়ে তুলেন শেখ সুহেল। ২০১৮ সালে সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগে যোগ দেন তিনি। আওয়ামী লীগ নেতার যোগসাজশে ঠিকাদারী কাজ বাগিয়ে নিয়ে অর্থবিত্তের মালিক হয়েছেন। তিনি স্থানীয় শহীয় স্মৃতি কলেজের একাধিক মেয়াদের ম্যানেজিং কমিটির সদস্য।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)
মন্তব্য করুন