২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৪, ১৪:৫৮
অ- অ+

আগামী ২৯ নভেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে ‘এ’ গ্রেডে (প্রাপ্তবয়স্কদের জন্য) ছাড়পত্র প্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার।

সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবাল প্রমুখ।

সিনেমাটি মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন ও টিজার উন্মোচন অনুষ্ঠান। অভিনেতা ম্যাক বাদশার সঞ্চালনায় সেখানে উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফ্ট ক্রিয়েশনসের চেয়ারম্যান ক্যাপ্টেন শাহ আলম, চলচ্চিত্র পরিচালক বিপ্লব হায়দার, প্রযোজক আশিকুর রহমান, অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেত্রী আইশা খান, গোলাম ফরিদা ছন্দাসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।

অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘ভিন্নধর্মী গল্প। যদিও ‘এ’ গ্রেড তকমা পেয়েছে। তবে সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন আস্তে আস্তে অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে আমারও মনে হয়, ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে।’

অভিনেত্রী আইশা খান বলেন, ‘এক গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি ‘ভয়াল’ সিনেমায়। পাহাড়ি পটভূমিতে এটি নির্মিত হয়েছে। পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছি। সিনেমাটির মাধ্যমে প্রেম, ভালোবাসা ও যন্ত্রণা পর্দায় ফুটে উঠেছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’

গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘প্রেম, রোমাঞ্চকর গল্পের সঙ্গে ‘ভয়াল’ সিনেমায় মা-বাবার সঙ্গে সন্তানের ভালোবাসাও ফুটে উঠেছে। দর্শকদের পুরো পরিবার নিয়ে ‘ভয়াল’ দেখার আমন্ত্রণ রইল। এতে বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় অনেক কিছু আছে। আশা করছি দর্শক নিরাশ হবে না।’

প্রযোজক আশিকুর রহমান বলেন, ‘চলচ্চিত্র এক প্রকার যুদ্ধ। যুদ্ধ করেই আমরা ‘ভয়াল’-এর কাজ শেষ করে মুক্তির দারপ্রান্তে এসেছি। এ যুদ্ধ মেধা, শ্রম ও শিল্পের। বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা ও চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে আমাদের ‘ভয়াল’ নির্মাণ করা। আশা করি, দর্শকদের পরিপূর্ণ বিনোদন দেবে সিনেমাটি।

পরিচালক বিপ্লব হায়দার বলেন, ‘খুব যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। দর্শক যতক্ষণ ‘ভয়াল’ দেখবেন, গল্পের মধ্যে হারিয়ে যাবেন বলে আমি আশা করছি। সবাইকে বলব, হলে এসে সিনেমাটি দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন।’

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা