চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিপিএলে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৬
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মাঝেই আবারও আলোচনায় সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তার খেলার গুঞ্জন থাকলেও সেটি শেষ পর্যন্ত হচ্ছে না। পাশাপাশি, আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফি ও চলতি মাসের শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আজ (রবিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব প্রসঙ্গে কথা বললেন তিনি।

সাকিব না থাকলে বিপিএলের গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, 'সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে...ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।'

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক জানালেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক না বলেও জানালেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’

(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম
সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জামায়াত আমিরের
ওসি প্রদীপকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি গুজব: কারা অধিদপ্তর
এনবিআর এখনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই: অর্থ মন্ত্রণালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা