টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী ময়মনসিংহের ভালুকা উপজেলার সিংলাপাড়া এলাকার মো. রুস্তম আলীর ছেলে। আহত ব্যক্তি নিহত রমজান আলীর বাবা। রুস্তম আলীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, সকালে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সিংলাপাড়া থেকে বাবা-ছেলে একত্রে মোটরসাইকেলে কালিহাতী যাওয়ার উদ্দেশ্যে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রমজান আলী ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায়, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন