মাদারীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৫০০ অসহায় মানুষ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:২১| আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৪
অ- অ+

মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো মাদারীপুরের প্রায় ৫০০ অসহায় মানুষ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ‘আশা’-এর উদ্যোগে মাদারীপুরের চরমুগরিয়ায় সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পের উদ্বোধন করেন মাদারীপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।

জানা যায়, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা, বিভিন্ন রোগের পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। এসময় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. তানিয়া ফেরদৌস, আশার জেলা প্রধান মো. সোহেল আহমেদ, আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজ্জাক আহমেদ সৌরভ।

সভায় সভাপতিত্ব করেন আশার আঞ্চলিক ম্যানেজার এমদাদ হোসেন। সভা পরিচালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মো. হুমায়ুন কবির।

দিনব্যাপী চিকিৎসা সেবায় রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। বিজয় দিবস উপলক্ষে মাদারীপুর ছাড়াও বিভিন্ন জেলায় ১৫ হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে আয়োজকদের দাবি।

(ঢাকা টাইমস/১৭ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা