পূবাইলে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

গাজীপুর মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকায় অবস্থিত বিএম গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত বিএম গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএম গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আবদুল বাতেন ভুইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএম গিয়াসউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. জাহাঙ্গীর মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূইয়া, পূবাইল থানা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন খোকন, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সোলেমান মুন্সি, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন খান প্রমুখ।
পিঠা উৎসবে ১০-১২টি স্টল বিভিন্ন বর্ণিল সাজে সাজানো হয়। শিক্ষার্থীরা বাড়ি থেকে গ্রাম-বাংলার নানা ধরনের পিঠা-পুলি নিজ হাতে তৈরি করে নিয়ে এসেছে। স্টলগুলোতে সুজি পাকানো, পুলি, হাড়ি, চিতই, ডিম, মোয়া, ভাঁপাসহ নানা রকমের পিঠা বিক্রি হয়।(ঢাকা টাইমস/১৭ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন