সালথায় অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮| আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২১
অ- অ+

ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা এলাকায় সড়কের পাশে পতিত জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে জমিতে কাজে যাওয়ার সময় লাশটি পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে লাশটি চিনতে পারেনি কেউ। মৃত তরুণীর গায়ে কালো রংয়ের একটি বোরকা, লাল রংয়ের পায়জামা ও পেস্ট কালারের একটি জামা পরা রয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই তরুণীর লাশ দেখা যায়। তরুণীর গলায় কারেন্টের তার পেঁচানো। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। দুপুরে পিবিআই ও সিআইডি পুলিশের একটি দল এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি বলেন, আমরা নিহতের পরিবারকে খুঁজছি। যদি তার পরিবারকে না পাওয়া যায়, তাহলে ফিংগার প্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হবে।

(ঢাকা টাইমস/১৮ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
হাসান-শরিফুলের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ
চবির জুলাই শহীদ হৃদয়ের মার্কশিটে যা লেখা
অপ্রস্তুত হয়ে দায়িত্ব নিলে দেশের ধ্বংস অনিবার্য : মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা