অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান হলেন খোন্দকার রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:৩৭
অ- অ+

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ।

আওয়ামী লীগ সরকার পতনের পর সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ কর্মকর্তা খোন্দকার রফিকুল ইসলাম ১৮ আগস্ট তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। অদৃশ্য’ কারণে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর গত সেপ্টেম্বরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পান। এরপর গত ২৪ অক্টোবর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে পদায়ন করা হয়েছিল তাকে। তবে সেখানে দায়িত্ব দেওয়ার এক মাস ২৩ দিনের মাথায় এসে তাকে এটিইউতে বলদি করলো সরকার।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা রফিকুল ইসলাম ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন। রাজবাড়ীর কালুখালীর তফাদিয়া গ্রামের কৃতী সন্তান খোন্দকার রফিকুল ইসলাম এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া র‌্যাব-৬ এর পরিচালক ও খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পান তিনি।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা