ইজতেমা মাঠে চার খুন: সাদপন্থি নেতা সফিউল্লাহ গ্রেপ্তার

টঙ্গী-পূবাইল(গাজীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৫, ২৩:১৪
অ- অ+

টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় হওয়া মামলার ১০ নম্বর আসামি সাদপন্থি নেতা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিউল্লাহ শরিয়তপুরের নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থিদের নেতা।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে শফিউল্লাহকে রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে টঙ্গী নিয়ে আসছেন।

মামলার বাদী পক্ষ তাবলীগ জামাত বাংলাদেশ শুরা-ই-নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘শফিউল্লাহ আমাদের মামলার ১০ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরিয়তপুর থেকে টঙ্গী আনা হচ্ছে।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি শফিউল্লাহকে শরিয়তপুরে আমরা গ্রেপ্তার করেছি। তাকে আমাদের টিম টঙ্গী নিয়ে আসছেন।’

গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে দুই গ্রুপের সংঘর্ষে চার মুসল্লি নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় জোবায়েরপন্থিদের পক্ষ থেকে সাদপন্থিদের ২৯ জনকে শনাক্ত ও শত শত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা হয়।

এই মামলার ১০ নম্বর আসামি শফিউল্লাহ। এর আগে ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর ও ৬ নম্বর আসামি জিয়া বিন কাসিম গ্রেপ্তার করা হয়। তারা কারাগারে আছেন। এই নিয়ে এই মামলায় তিনজন গ্রেপ্তার হলেন।

(ঢাকাটাইমস/৪জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা