বগুড়ায় সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে গ্রেপ্তার ৯

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:০৪
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরির অভিযোগে বগুড়ার শাপলা মার্কেট থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় শহরের শাপলা মার্কেটে একাধিক প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ওই ৯ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বগুড়া সদরের রাজু আহমেদ (৫০), আশরাফ আলী (৫৫), নবীন প্রামানিক (২৭), কাহালু উপজেলার মনজুরুল ইসলাম মজনু (৩০), সদরের মো. মামুন (৩০), মুজাহিদুল ইসলাম সেলিম (৫২), মো. নাহিদ ইসলাম (১৯), সেজানুর রহমান (৩৬), গাবতলীর সোহেল রানা (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শাপলা মার্কেটে কিছু প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠান জাল সামরিক পরিচয়পত্র তৈরি করছে এমন একটি গোপন সংবাদ ছিল যৌথবাহিনীর কাছে। এই তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় ওই মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন অনেকে। ওই সময় মিলু প্রিন্টিং প্রেসের ম্যানেজার রাজুসহ কয়েকজন আটক হন। পরবর্তীতে মজনু স্কিনপ্রিন্ট, শামিম গ্রাফিক্স নামে প্রতিষ্ঠান থেকেও কয়েকজনকে আটক করে যৌথবাহিনী।

এ সময় জাল পরিচয়পত্র তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ প্রিন্টার ও স্ক্যানারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মইনুদ্দীন বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন তারা। এরপর তাদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৪৭২, ৪৬৭ ও ৪৮৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/০৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্টমার্টিনে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ মাদক কারবারি আটক
জুলাই অভ‍্যুত্থানের অংশীদারেরা একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন: এবি পার্টি
গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি দুষ্ট চক্র নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা করছে: মঈন খান
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা