ভেনিসে এই প্রথম কোনো বাংলাদেশির রেস্টুরেন্ট উদ্বোধন করলেন মেয়র

ইতালির ভেনিসে জাঁকজমকভাবে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রান পিয়াভে ফুড কোর্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধায় ফিতা কেটে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুড কোর্টটি উদ্বোধন করেন ভেনিস মেট্রোপলিটন সিটির মেয়র লুইগি ব্রুগনারো।
এর আগে মেয়রসহ অতিথিরা রেস্টুরেন্টে এলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। পরে তারা ফুড কোর্ট ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেনোতো বিভাগের এমপি রাফায়েলে স্পেরাঞ্জন, আসসেসরে কমার্স সেবাস্তিয়ানো কস্তালংগা, আসসেসরে সোশ্যাল সিমোনে ভেন্তুরিনী এসেসরে পলিটিক্স এবং শিক্ষা লাওরা বেজিও, পুলিশ লোকালের ভাইস কমান্ডার জিয়ান্নি ফ্রানজই।
উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীসহ ইতালিয়ান ও বাংলাদেশি কমিউনিটির কয়েক শ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা রেস্টুরেন্টের সফলতা কামনা করেন।
ইতালিয়ান ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়েেউত্বোধনী কেক কাটেন রেস্টুরেন্টের তিন কর্ণধার এবং তারা উপস্থিত সবার মধ্যে কেক বন্টন করেন।
ভেনিসে এই প্রথম কোনো বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মেয়র ও এমপিদের উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রাণিত করেছে। প্রবাসীরা মনে করেন, এটি বাংলাদেশিদের গর্ব করার মতো একটি ঘটনা।
এছাড়াও মেয়র উদ্বোধন শেষে তার বক্তব্যে বাংলাদেশিদের প্রশংসা করেন এবং আগামী দিনে ভেনিসসহ গোটা ইতালিতে বাংলাদেশিরা তাদের সুনাম আরও বাড়াবে বলে আশা করেন।
গ্রান পিয়াবে ফুড কোর্টের কর্ণধার ভেনিসের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শাহাদাত হোসেন, মাসুম খান ও মাহবুবুর রহমান। তারা একটি ভালো মানের সম্পূর্ণ হালাল রেস্টুরেন্ট পরিচালনা করবেন বলে জানান। তারা আশা করেন, এই ফুড কোর্টে খাবারের মান শতভাগ ধরে রাখবেন।
বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতারা এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
(ঢাকাটাইমস/১২জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন