দেশের কোন কোন আদালতে লোহার খাঁচা আছে জানাতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১০:২৬| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৫৮
অ- অ+

সারা দেশে কোন কোন আদালতে এখনো লোহার খাঁচা আছে, তার তালিকা আগামী চার সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এসময় হাইকোর্ট বলেন, ‘কোনো সভ্য সমাজে দেশি-বিদেশি কোনো আইনে এগুলো (লোহার খাঁচা) সমর্থন করে না, যা প্রতিষ্ঠিত মানবাধিকারের লঙ্ঘন।’

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তানিম খান।

রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টকে জানানো হয়েছে যে, ইতোমধ্যে কিছু কিছু আদালত থেকে লোহার খাঁচা সরানো হয়েছে।

দেশের অধস্তন আদালত কক্ষে থাকা লোহার খাঁচা অপসারণে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী এই রিটটি করেন। রিটকারী ১০ আইনজীবী হলেন– জি এম মুজাহিদুর রহমান, মোহাম্মদ নোয়াব আলী, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, মুজাহিদুল ইসলাম, মেসবাহ উদ্দিন, মো. জোবায়দুল ইসলাম, আজিম উদ্দিন পাটোয়ারী, সাজ্জাদ সারোয়ার।

পরবর্তীতে এই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট সারাদেশে অধস্তন কোন কোন আদালত কক্ষে লোহার খাঁচা রয়েছে তা প্রতিবেদন আকারে জানাতে রুলসহ নির্দেশ দেন। হাইকোর্ট তার রুলে আদালত কক্ষে লোহার খাঁচার পরিবর্তে কাঠগড়া পুনঃস্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এছাড়া আদালত কক্ষে লোহার খাঁচা বসানো কেন সংবিধানের অনুচ্ছেদ ৩১, ৩২ ও ৩৫ এর সঙ্গে সাংঘর্ষিক হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা