মিরসরাইয়ে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে লাশ হলেন ৩ বন্ধু

বন্দর নগরী চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের দাওয়াত খেয়ে সড়ক দুর্ঘটনা প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর।
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন বন্ধু হলেন- মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)।
নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া জানান, রুবেল, সানি ও নিপু বৃহস্পতিবার রাতে একটি বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফেরছিলেন। সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাদের মোটরসাইকেলটিকে একটি গাড়ি চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তারা। তিনজনের লাশ বাড়িতে আনা হয়েছে। একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুতে পরিবারে ও গ্রামে মাতম চলছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। লাশগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি আমরা উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এজে)

মন্তব্য করুন