জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, আনন্দ মিছিল

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ১৬:২৭
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্তকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা মিছিলের সময় নানা স্লোগানে ক্যাম্পাসকে মুখরিত করেন এবং এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানান।

মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম পিএইচডি-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তোমাদের এই উচ্ছ্বাস আমাদের প্রেরণা যোগায়। তোমাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের অগ্রগতির পথ আরও সুগম করবে।’

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা শিক্ষার্থীদের এই উদ্দীপনাকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের পাশে থাকার আশ্বাস দেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

(ঢাকা টাইমস/২০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা