গাজীপুর সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়েছে ‘নীলগাই’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ১৩:০৫| আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৪:০১
অ- অ+

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়‌ের প্রজনন মৌসুমে এক পুরুষ নীলগাই অপর এক নীলগাইয়ের সাথে মারামারি করে পার্কের দেয়াল টপকে পালিয়ে গেছে লোকালয়ে। ওই নীলগাইকে পার্কে ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলাত‌ে অভিযান চালাচ্ছে বন বিভাগ। সোমবার সন্ধ্যার দিকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখন নীলগাইয়ের প্রজনন মৌসুম চলছে। এ প্রজনন মৌসুমে এক পুরুষ নীলগাই অপর গাইয়ের সাথে মারামারিতে লিপ্ত হয়। গত ১৬ জানুয়ারি পার্কের পুরোনো দেয়াল টপকে একটি পুরুষ নীলগাই লোকালয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনতে কাজ শুরু করা হয়। কিন্তু নীলগাইটি দৌড়ে পালিয়ে যায়। বর্তমানে নীলগাইটি গাজীপুর জেলার শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সীডস্টোর, বাটাজোর ও টাঙ্গাইলের মধুপুর এলাকায় বিচরণ করছে। আমরা স্থানীয়দের সতর্ক করছি ও নীলগাইয়ের যাতে কেউ ক্ষতি না করে তার জন্য ওই সব এলাকায় মাইকিং করছি।

রফিকুল ইসলাম জানান, নীলগাইটি ১৮ জানুয়ারি সকালে ময়মনসিংহের বাটাজোর বাজার এলাকায় বিকাল ৫টার দিকে টাঙ্গাইলের সখিপুর থানার কালমেঘা এলাকায় ছিল। রাতে খোঁজ করে নীলগাইটির সন্ধান মেলেনি। ১৯ জানুয়ারি পার্কের পাশে শ্রীপুর উপজেলার জয়নাতলী এলাকায় খোঁজ পাওয়া যায়। আমরা তাৎক্ষণিকভাবে পৌঁছে ধরার জন্য বেড় তৈরি করার সময় কুকুর ধাওয়া দিলে নীলগাইটি দৌড়ে পালিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে ফের নীলগাইটির সন্ধান মিলে। আজকে আমরা নীলগাইয়ের কোনো খোঁজ পাইনি। নীলগাইয়ের খোঁজে এলাকায় মাইকিং করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সতর্কও করা হচ্ছে। প্রাণীদের নিরাপত্তায় পুরোনো দেয়াল সংস্কার করা জরুরি বলে তিনি জানান।

২০২১ সালে এই পার্ক থেকেই আরেকটি নীলগাই পালিয়ে যায়। দুই মাস পর টাঙ্গাইলের মধুপুর থেকে লোকালয়ে যাওয়া নীলগাইটিকে উদ্ধার করে পার্কে আনা হয়েছিল।

পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সাফারি পার্কে সর্বশেষ ১১টি নীলগাই ছিল। নীলগাইটি পালিয়ে যাওয়ার পর এখন সেখানে রয়েছে ১০টি। ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে জব্দ হওয়া চারটি নীলগাইকে সাফারি পার্কে আনা হয়। সেখানেই তারা নতুন বাচ্চার জন্ম দিয়ে দলের সংখ্যা বাড়িয়েছে।

(ঢাকা টাইমস/২১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
'অসম্পূর্ণ সংস্কারে পুরনো বন্দোবস্তে নির্বাচন হলে বিপর্যয় অনিবার্য'
এনসিপির পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি, শোকজ প্রত্যাহার
পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যবসা উন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাকৃবি ছাত্রশিবিরের জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা