ইসলামী ব্যাংক কর্মকর্তার সিএসএএ ফেলোশিপ অর্জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৪৬
অ- অ+

বিশ্বব্যাপী ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ, নিরীক্ষণ, পরিচালন পদ্ধতি, নীতি ও শরীআ'হর মানদণ্ড প্রণয়নকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অরগানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (আওফি)- এর ফেলোশিপ লাভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু নাসির মু. মুজাহিদ।

এই অর্জনের ফলে বাহরাইনভিত্তিক আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটির ‘সার্টিফায়েড শরীআ’হ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলো ও সব ধরনের সুযোগ-সুবিধার অধিকারী হলেন তিনি।

আবু নাসির মু. মুজাহিদ বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনে কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)- এর ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট। ব্যাংকে যোগদানের আগে তিনি ইংরেজি দৈনিক দি নিউ নেশন- এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচন করতে বলেছিলেন নিতায় রায়!
একুশে টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা