এসকে সুর পরিবারের ব্যাংকে থাকা লকার জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, ২০:১৬
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর পরিবারের লকার জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার বাসা থেকে উদ্ধারকৃত ১৬ লাখ ২৫ হাজার টাকা ট্রেজারিতে রাখা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করারও আদেশ দেন আদালত।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর, রুপান্তরসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারার অপরাধের অভিযোগ অনুসন্ধান চলছে।

এ জন্য নিয়মিত মামলা দায়েরের পূর্বেই তারা লকারে অবস্থিত মালামাল অন্যত্র স্থানান্তর করতে পারেন বলে প্রতীয়মান হয়েছে। লকারে অবস্থিত উক্ত সম্পত্তি স্থানান্তর করা হলে অনুসন্ধান কার্যক্রমের ফলাফল শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য লকার জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।

গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে। পরেরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টার বিস্ময়
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা