আজিমপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, ২১:৩৭
অ- অ+

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে এই মানবিক উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, ‘শহীদ জিয়ার কর্মময় জীবনের অন্যতম শিক্ষা হলো জনগণের পাশে দাঁড়ানো। এই কর্মসূচি তার আদর্শকে অনুসরণ করে মানবসেবার অনুপ্রেরণা যোগায়।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলি নেওয়াজ।

তিনি জানান, ‘শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, লালবাগ থানা বিএনপি নেতা গোলাম সরোয়ার শামীম, মহানগর দক্ষিণ বিএনপি'র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আলী আযম, লালবাগ থানা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বাবুল এবং স্থানীয় নেতা আনোয়ার পারভেজ বাদল।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আজিমপুর এলাকার সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক এবং আজিমপুর জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা রনো আব্দুর রহিম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত মানুষদের দুঃখ-কষ্ট লাঘবের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এই কর্মসূচি সফল করতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। শীতবস্ত্র বিতরণ শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেএ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা