অভিষেকের ব্যাটিং ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:২৬
অ- অ+

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ডকে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় ভারত। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুইশর উপর স্ট্রাইকরেটে ব্যাট করলেন অভিষেক শর্মা। গুনে গুনে হাঁকালেন ৮টি ছক্কা। ইডেন গার্ডেন্সে ভারতীয় ব্যাটারের ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল ইংল্যান্ড।

বুধবার (২২ জানুয়ারি) ১৩৩ রান তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ৪৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৮ ছক্কা ও ৫ চারের মারে ৩৪ বলে একাই ৭৯ রান করেন অভিষেক।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পেল না জস বাটলারের দল। ব্যাট হাতে অনেক কষ্টে যতটুকু পুঁজি পেয়েছিল, তা এক অভিষেকের জন্যই যথেষ্ট ছিল না। এদিন রান তাড়ায় নেমে ৪ চার ও ১ ছক্কায় ২০ বলে ২৬ রান করে সাঞ্জু স্যামসন আউট হওয়ার রানের খাতা না খুলেই বিদায় নেন সূর্যকুমার যাদব।

তবে একপ্রান্ত আগলে ক্রিজে ধারাবাহিক ঝড় তুলেন অভিষেক। তাতে লড়াইয়ে ফেরার কোনো সুযোগই পায়নি ইংলিশরা। দলকে একেবারে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে আদিল রশিদের বলে ক্যাচ তুলে দেন অভিষেক। শেষদিকে তিলক বার্মা ১৬ বলে ১৯ আর হার্দিক পান্ডিয়া ৪ বলে ৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ইংলিশদের পক্ষে সবচেয়ে সফল জফরা আর্চার ২১ রান খরচায় ২ উইকেট নেন।

এর আগে ভারতীয় বোলারদের তোপে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩২ রানে থামে তারা। জস বাটলার ছাড়া এদিন দলের হয়ে দ্যুতি ছড়াতে পারেননি কেউ। ৪৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেন ইংলিশ অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ১৭ রান করেছিলেন হ্যারি ব্রুক। বাকিদের ব্যর্থতায় লড়াইয়ের জন্য পর্যাপ্ত পুঁজি তুলতে ব্যর্থ হয় দল।

ভারতের পক্ষে ২৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। এছাড়া ২টি করে উইকেট নিজেদের পকেটে পুরেন আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার (২৫ জানুয়ারি) চেন্নাইয়ে মুখোমুখি হবে দুদল।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমলার সঙ্গে যৌথভাবে যে রেকর্ড গড়লেন বাবর আজম
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু 
জবি ভর্তি পরীক্ষায় ৫০ বছর বয়সি তাওহিদুর
স্থানীয় নয় অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা