ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয়পত্র চান চাঁপাইনবাবগঞ্জের পর্দানশিন নারীরা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিচয়পত্রে চেহারা বা মুখের ছবি প্রদর্শন না করে শুধু ফিঙ্গারপ্রিন্টের (হাতের আঙুলের ছাপ) মাধ্যমে পরিচয়পত্র করার দাবিতে সমাবেশ করেছেন পর্দানশিন নারীরা। সমাবেশ শেষে জেলা নির্বাচন কর্মকর্তাকে একটি স্মারকলিপি দিয়েছেন তারা।
আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ হয়। প্রতিবাদ সমাবেশে তিন দফা দাবি তুলে কথা বলেন নারীরা।
তাদের তিন দফা দাবি হলো– গত ১৬ বছর যারা পর্দানশিন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশিন নারীদের ধর্মীয় ও ব্যক্তিগত গোপনীয়তা অধিকার অক্ষুণ্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার দিতে হবে। পর্দানশিন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে। নারীর ছবি নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাগরিকত্ব চান তারা।
স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা উচ্চ পর্যায়ে জানানো হবে। পরে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন