কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার সকালে উপজেলার রানাখড়িয়া এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা য়ায, সকালে একটি সিএনজি কুষ্টিয়া থেকে কয়েকজন যাত্রী নিয়ে ভেড়ামারা যাচ্ছিল। ঘোড়ামারার কাছে পৌঁছালে বিপরীতমুখী একটি পাথরবোঝাই ১০ চাকার ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানিয়া খাতুন নামে সিএনজি যাত্রী ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়ার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।
কুষ্টিয়া-হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, রানাখরিয়া ঘোড়ামারা নামক স্থানে ট্রাক ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছে।’
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এজে)

মন্তব্য করুন