রূপসায় দুর্ঘটনায় কবলিত ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ জাহাজের উদ্ধারে কোস্টগার্ড

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ১৪:০৪
অ- অ+

খুলনার রূপসায় দুর্ঘটনায় কবলিত লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ এর উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ শুক্রবার মধ্যরাত ২টায় রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয়। যার ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় সূত্রে কোস্ট গার্ডের নিকট সহায়তা চাওয়া হলে তৎক্ষণাৎ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক উদ্ধার সহায়তা প্রদানের জন্য একটি উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায় নোঙ্গররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে।

তিনি আরও বলেন, উক্ত জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু সকলে নিরাপদে রয়েছে এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। কোস্ট গার্ড ইতোমধ্যে জাহাজটির মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে সড়ক সংস্কারে নিম্নমানের খোয়া ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী
সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে ভারতে 
গাইবান্ধায় ঝড়ো হাওয়ায় বটগাছ ভেঙে নারীর মৃত্যু
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা