মহেশপুর সীমান্ত থেকে অবৈধ মাদকদ্রব্যসহ ৫ বাংলাদেশি নাগরিক আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:৫৫
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও ফেনসিডিলসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার মহেশপুর (৫৮ বিজিবি) মিডিয়া সেলের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুরের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৩/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের বাঁশ বাগানের মধ্য থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিহীন ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিনে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৬-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মো. মিজানুর রহমানের কাঠাল বাগানের মধ্য থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিহীন ১৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর দিকে একইদিনে পলিয়ানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ৫ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/৩১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করে ‘স্বর্গে’ যাবেন ট্রাম্প !
গুঁড়িয়ে দেয়া হলো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিলাসবহুল বাংলোবাড়ি
ভারতে আ.লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
১৬৭ জনের বেশির ভাগের মাথার খুলি ছিল না: ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা