খুলনায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

খুলনায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে নগরীর আড়ংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার নির্মল সেনের ছেলে পুস্পেন সেন ও প্রভাস মণ্ডলের ছেলে সৌরভ মণ্ডল।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার মিত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাত ১০দিকে মৃত দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ওই ধাক্কা খেয়ে তারা আবার খুলনা থেকে আফিলগেটগামী একটি পিকআপের সাথে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুস্পেনের মৃত্যু হয়। আহত সৌরভ মণ্ডলকে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাদের দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকা টাইমস/০১ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন