৯ বছর পর আবারও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ, দিতে হচ্ছে পরীক্ষা

ক্রীড়া প্রতিকেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৯
অ- অ+

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। তবে এবার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়েছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে অ্যাকশন বদলে ফিরে আসেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ৯ বছর পর আবারও তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়েছে।

চলতি মাসের ১ ফেব্রুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করে চিটাগং। সেই সুবাদে প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি। সেদিন দলটির হয়ে স্পিনার আরাফাত সানি ৪ ওভার বল করে দিয়েছিলেন ৪১ রান। উইকেট তুলে নেন ১টি।

আর সেদিনই এই স্পিনারের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা আম্পায়াররা। পরে সেটি ম্যাচ রেফরিকে জানানো হয়। আর সে কারণে বিপিএলের ফাইনালের আগেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে।

সাধারণত বোলিং অ্যাকশন সন্দেহ প্রকাশ করা হলে ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হয়। এর মধ্যে ম্যাচ খেলতে কোনো বাধা থাকে না। সানির ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে গতকালও তিনি খেলেছেন ম্যাচ। খেলতে পারবেন আগামীকালের খুলনার বিপক্ষে কোয়ালিফায়ার। এরপরেই তাকে দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে ৬ তারিখ বোলিং অ্যাকশন বোলিং দিবেন সানি।

এর আগে চলতি বিপিএলেই চিটাগং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে ছিল সন্দেহ। ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে বরিশালের বিপক্ষে ম্যাচেই আম্পায়ারদের সন্দেহ জাগে আলিসের বোলিং নিয়ে। ২৫শে জানুয়ারি মিরপুরে নিজের অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার। বৈধতা পেয়ে তবেই ফিরেছেন মাঠে।

বিপিএলের চলতি আসরে ৯ ইনিংসে বল করে ২৪৯ রান খরচায় ১০ উইকেট নিয়েছেন আরাফাত সানি। প্রতি ২৪.৯০ রানে পেয়েছেন ১টি করে উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ৮ এর বেশি রান।

(ঢাকাটাইমস/০৪ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাব ডিজির ‘স্টাফ অফিসার’ বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অংশ নেওয়া সেই অফিসার
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাইবার হামলার আশঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা