গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর গুলি, একজন গুলিবিদ্ধ

গাজীপুরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মোবাশ্বির হোসাইন নামের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোবাশ্বির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। গাজীপুরে সংগঠনের নেতাকর্মীদের ওপর শুক্রবারের হামলার প্রতিবাদে আজ ডিসি কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি।
গুলিতে আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোবাশ্বির হোসাইন জানান, অবরোধ কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর তারা শুক্রবারের হামলায় আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে লাগে।
ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে মোবাশ্বির বলেন, ‘গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। পুলিশ এলে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।’
জিএমপির উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবারের হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবরোধ কর্মসূচিতে যান গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান। সেখানে পুলিশ কমিশনার ওই হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের কথা জানান। একই সঙ্গে তিনি সেদিন পুলিশের সাড়া দিতে দেরি হওয়ায় বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চান। হামলাকারী কাউকে ছাড়া হবে না বলেও জানান তিনি।
এর কয়েক ঘণ্টা পরই শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনা ঘটল।
গতকাল শুক্রবার রাতে সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হকের বাড়িতে একদল মানুষ লুটপাট করছে এমন খবর পেয়ে ছাত্ররা তা ঠেকাতে সেখানে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে ১৫ জন আহত হন। তাদের মধ্যে সাতজনের আঘাত গুরুতর, তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাকেিআওয়ামী লীগের সনন্ত্রিাসীদের ফাঁদ ও পরিকল্পিত বলে অভিযোগ করেন তারা।
শুক্রবারের হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পূর্বঘোষণা অনুযায়ী আজ শহরে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে তারা অবস্থান নেন। বেলা আড়াইটার দিকে অবরোধ কর্মসূচিতে যোগ দেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
এর আগে জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা জেলা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন।
বেলা দুইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন