আখাউড়ায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় তিন কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোরে আখাউড়া উপজেলার মালদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানে বিজিবি টহল দলের সদস্যরা দুই হাজার ২১ পিস ভারতীয় শাড়ি এবং ৩৬৬টি থ্রিপিস জব্দ করতে সক্ষম হয়। এসব মালামালের আনুমানিক মূল্য দুই কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোনো ধরনের চোরাচালানির মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবির সদস্যরা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে।

জব্দ করা চোরাচালানির মালামালসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা