শেরপুরে জেল পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০
অ- অ+

শেরপুরের নালিতাবাড়ী থানাধীন চাঁন্দেরনন্নী এলাকা থেকে জেল পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. জাকারিয়া হোসেন ওরফে রিমন (১৯)। গ্রেপ্তারকৃত রিমন শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত হযরত আলীর ছেলে।

এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

রিমন শেরপুর জেলার নালিতাবাড়ী থানার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ মামলায় রিমন গ্রেপ্তার হয়ে শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতির সুযোগে তিনি শেরপুর জেলা কারাগার থেকে পলায়ন করেন এবং আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় শেরপুর সদর থানায় কারা কর্তৃপক্ষের মামলায় এটিইউ’র দল নালিতাবাড়ী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা