রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, আহত ২

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আজিজুল বেপারী (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন সেনা সদস্য নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নিহত আজিজুল বেপারী রাজবাড়ী সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। ২ মাসের ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন।
নিহতের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। বুধবার (১২ ফেব্রুয়ারি) তার সিলেটে ফেরার কথা ছিল। আজ বিকালে আজিজুল তার বন্ধু নয়নকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আজিজুল, নয়ন ও অপর মোটরসাইকেল আরোহী হাসানকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব দে সরকার বলেন, ‘তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আজিজুল হাসপাতালে আনার আগেই মারা যান। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন