বান্দরবানে অপহরণ থামছেই না, এবার ২০ রাবার শ্রমিক অপহৃত

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে একের পর এক অপহরণ ঘটেই চলেছে। এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো অপহৃত হলেন আরও ২০ শ্রমিক। এ নিয়ে এক মাসে ৩৪ জন অপহৃত হলেন।
সর্বশেষ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের কুরাংঝিড়ি এলাকায় রাবার বাগান থেকে ২০ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফাসিয়াখালি ইউনিয়নের কুরাংঝিড়ির রাবার বাগানের শ্রমিক শেডে অবস্থান করছিলেন ২০ শ্রমিক। এ সময় একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের অপহরণ করে।
অপহৃত শ্রমিকরা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)।
তারা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।
অপহরণের সংবাদ পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে এ রবিবার বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধারের কোনো সংবাদ পাওয়া যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ২০ রাবার শ্রমিককে অপহরণের সংবাদ পাওয়া মাত্রই যৌথ বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় তাই কারা অপহরণ করেছে এই ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি এই অপহরণের সাথে জড়িত থাকতে পারে।
এর আগে গত ১৪ জানুয়ারি লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে ৭ জন রাবার শ্রমিক এবং ২ ফেব্রুয়ারি ৭ জন কমলা বাগানের শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন