দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০
অ- অ+

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী। সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটে চার মাত্রার এ ভূমিকম্পের পর দিল্লি ও আশপাশের অঞ্চলে প্রচণ্ড কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং দেশটিতে ভূমিকম্প পর্যবেক্ষণে সরকারের সংশ্লিষ্ট সংস্থা বলেছে, কেন্দ্রস্থল দিল্লিসহ উত্তর ভারতজুড়ে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গবীরতা ছিল পাঁচ কিলোমিটার।

একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ধৌলা কুয়ানে দুর্গাবাই দেশমুখ কলেজ অব স্পেশাল এডুকেশনের কাছে। অঞ্চলটিতে, যার পাশেই একটি হৃদ রয়েছে, প্রতি দু-তিন বছরে ছোট, স্বল্প মাত্রার কম্পন অনুভূত হয়।

২০১৫ সালে ওই অঞ্চলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়- বলেন তিনি।

এই কর্মকর্তা আরও বলেন, দিল্লিতে যখন ভূমিকম্পটি আঘাত হানে, তখন প্রচণ্ড শবআদ শোনা যায়।

দিল্লির ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী অতিশি বলেছেন, “শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সবাই যেন নিরাপদ থাকে, সেই প্রার্থনা করি।

যতদূর জানা গেছে, ভূমিকম্পে কোনো হতাহতের ঘঠনা ঘটেনি।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা