আত্মহত্যার চেষ্টাকারী জবি ছাত্রের মৃত্যু

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৮
অ- অ+

আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আহাদ হোসেন মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহাদ মারা যান। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক . মুহাম্মদ তাজাম্মুল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মো. আহাদ দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ মারা যায়। কিডনি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। আমাদের শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা মর্মাহত।’

প্রক্টর তাজাম্মুল হক আরও বলেন, ‘আত্মহত্যা প্রতিরোধে আমরা খুব দ্রুত কাউন্সেলিং সেন্টার বিভাগের ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব।’

ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক . মো. বায়েজিদ আলী বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি আহাদের ব্যাচের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সে হঠাৎ দাঁড়িয়ে বলে, ‘আমি তিন দিন ঘুমাইনি, অসুস্থ বোধ করছি তখন আমাদের ছাত্র উপদেষ্টা অন্য শিক্ষকেরা তাকে অন্য রুমে নিয়ে গিয়ে সোফায় বসায়। সময় শ্বাস নিতে কষ্ট হলে তাকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। কিছুক্ষণ পর সে কিছুটা সুস্থ হয়ে পরীক্ষা দেয় এবং পরে সে তার কোর্স শিক্ষককে কল দিয়ে ধন্যবাদও জানায়। সেদিন সন্ধ্যায় হঠাৎ তার আত্মহত্যা চেষ্টার খবর শুনি।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সূত্রাপুরে মেসে গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন মো. আহাদ। তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয় তাকে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা